ডিসেম্বর ১, ২০২৫ ৯:০০ পূর্বাহ্ণ

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বগুড়ায় ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পলিটেকনিক দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

শনিবার (২৩ জুলাই) দুপুর দেড়টার দিকে শাজাহানপুর উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বগুড়া শহরের দক্ষিণ চেলোপাড়া এলাকার খোকন মোহন্তের ছেলে সাগর মোহন্ত (২১) এবং সিরাজগঞ্জের শাহজাদপুরের জামিরতা এলাকার আলমাছ ইসলামের পুত্র তানভীর হোসেন(২১)।

এ ঘটনায় আশাফুদৌলা সানি নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। তারা তিনজনই বগুড়া সরকারি পলিটেকনিক ইনষ্টিটিউট এর ৫ম সেমিস্টারের শিক্ষার্থী।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, হতাহতরা এক মোটরসাইকেলযোগে শাজাহানপুর উপজেলারর নিশ্চিন্তপুর এলাকার দিকে থেকে বেতগাড়ী লিচুতলা এলাকার দিকে যাচ্ছিলেন। পথে মাদলা নিশ্চিন্তপুর এলাকায় পৌছিলে বিপরীতগামী একটি ট্রাক সামনে থেকে তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই তানভীর নামের যুবক মারা যায়। অন্য দুজনকে গুরুতর অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপালে নিলে কর্তব্যরত চিকিৎসক সাগরকে মৃত ঘোষনা করেন বলেও জানান তিনি।

এ ঘটনায় আহত আসাফুদৌলা সানি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে তার অবস্থা খুব একটা ভালো নয়। নিহতদের মরদেহ (শজিমেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার পরেই ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। তবে ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালকের নামে মামলা দায়ের হচ্ছে।

এনসিএন/এমআর

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print