রাত ৮ পর দোকানপাট বন্ধ না করার দায়ে বগুড়ায় তিনটি দোকানের বিদ্যুৎ সংযোগ বিছিন্ন ও ১ টি দোকানে অর্থদণ্ড দেয়া হয়েছে।
শনিবার (২৩ জুলাই) রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ মাজিস্ট্রেট খালিদ বিন মনসুর।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় তাকে সহযোগিতা করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও নেসকোর সদস্যরা।
এদিন গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বগুড়া জেলা প্রশাসন।
বিষয়টি সম্পর্কে খালিদ বিন মনসুর বলেন, ‘সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮ টার পর দোকানপাট খোলা রাখার দায়ে শহরের দত্তবাড়ি ও নিশিন্দারার ৩টি দোকান বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করা হয়েছে। একই সাথে একটি প্রতিষ্ঠানকে ২০০ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।’
এনসিএন/এআইএ
