ডিসেম্বর ১, ২০২৫ ৯:০৬ পূর্বাহ্ণ

‘৫ টাকা বেশি দিয়ে অভিযোগকারী পেলেন ১৫০০ টাকা’

৫ টাকা বেশি দিয়ে অভিযোগকারী পেলেন ১৫০০ টাকা
৫ টাকা বেশি দিয়ে অভিযোগকারী পেলেন ১৫০০ টাকা। ছবি: ভিডিও থেকে নেওয়া

সোমবার বগুড়া শহরের নবাববাড়ি রোডে ২৫ টাকার কোমল পানীয় ৩০ টাকায় বিক্রি করেন এক দোকানি। নির্দিষ্ট মূল্যের চেয়ে ৫ টাকা বেশি নেওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ জানান শাহরিয়ার রশিদ নামে এক শিক্ষার্থী।

এমন অভিযোগ পেয়ে ওই দোকানে অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।

জানা যায়, অভিযুক্ত দোকানদার ওই শিক্ষার্থীর কাছে ২৫ টাকা কোমল পানীয় ৩০ টাকায় বিক্রি করেন। এরপর দাম বেশি রাখায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ে লিখিত অভিযোগ করেন সেই শিক্ষার্থী।

অভিযোগের সত্যতা পেয়ে দোকানদারকে নগদ ৬ হাজার টাকা অর্থদন্ড প্রদান করার পাশাপাশি অভিযোগকারী শিক্ষার্থীকে জরিমানার ২৫ শতাংশ অর্থাৎ ১৫০০ টাকা নগদ অর্থ পুরষ্কৃত করেন তিনি।

বিষয়টি সম্পর্কে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী বলেন, ‘অভিযোগের সত্যতা পেয়ে দোকানদারকে ৬ হাজার টাকা জরিমানা করা হয় এবং পরবর্তীতে এধরনের কাজ না করার প্রতিশ্রুতিতে সতর্ক করা হয়।’

তিনি আরো বলেন, এমন কর্মকান্ড দেখলে আমাদের অভিযোগ করেন আমরা ব্যবস্থা নিবো। এ ধরনের কার্যক্রম বন্ধে আমাদের অভিযান অব্যাহত‌ থাকবে।

এনসিএন/বিআর

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print