ডিসেম্বর ১, ২০২৫ ৯:০৬ পূর্বাহ্ণ

আ.লীগ নেতা শফিকের বাবার ২য় মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল

কেন্দ্রীয় নেতা শফিকের বাবা আবুল হোসেনের ২য় মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল।
কেন্দ্রীয় নেতা শফিকের বাবা আবুল হোসেনের ২য় মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল। ছবি- এনসিএন

বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিকের বাবা ও বগুড়া করোনেশন ইন্সটিটিউটের প্রাক্তন শিক্ষক আবুল হোসেনের ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে মঙ্গলবার বাদ জোহর বগুড়া শহরের চকসুত্রাপুর মসজিদে ও বাদ আসর পালশা জামে মসজিদে দোয়া মাহফিল করা হয়েছে।

দোয়া মাহফিলে বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, জেলা বগুড়া জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল বাসেত, মাসুক, আবু সেলিম, বগুড়া কলেজের অধ্যক্ষ মঈন উদ্দিন, নুনগোলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ সুলতান মাহমুদ, বগুড়া টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ জাফর আলমগীর, মসজিদ মাদ্রাসার সভাপতি আলহাজ্ব ইফতেখার হাসান জিসু, সাধারণ সম্পাদক আলহাজ্ব শহিদুল ইসলাম, চকসুত্রাপুর সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, চকসুত্রাপুর মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ নুর আলম, সাবেক ছাত্রনেতা জোবাইদুল ইসলাম আসাদ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে চকসুত্রাপুর মাদ্রাসায় আবাসিকের ছাত্র ও শিক্ষকদের একবেলা উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। উল্লেখ্য, ২০২০ সালের ২৬ জুলাই বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিকের পিতা বগুড়া করোনেশন ইনস্টিটিউটের অবসরপ্রাপ্ত শিক্ষক আবুল হোসেন ৮২ বছর বয়সে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

 

এনসিএন/বিআর

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print