ডিসেম্বর ১, ২০২৫ ৯:০৬ পূর্বাহ্ণ

বগুড়ায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

বগুড়ায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
বগুড়ায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা। ছবি: এনসিএন

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় চোর সন্দেহে অমিত (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

বুধবার (২৭ জুলাই) দুপুর পৌনে ৩টায় তার মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত অমিত গাইবান্ধার গোবিন্দগঞ্জের চাঁদপাড়া গ্রামের জাফুরুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে চুরির অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার ডাকুমারা হাটের ট্রাক শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের পাশে অজ্ঞাত যুবকের দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

এসব তথ্য নিশ্চিত করেন শিবগঞ্জের মোকামতলা তদন্ত ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রিপন মিয়া।

তিনি জানান, অমিত চুরির সঙ্গে জড়িত। ডাকুমারা এলাকায় চুরির জন্য এসেছিলেন।

এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি দীপক কুমার দাস বলেন, ডাকুমারা হাট এলাকা থেকে একজনের মরদেহ উদ্ধার হয়েছে। মৃত্যুর কারণ জানতে পুলিশ কাজ করছে। দ্রুত আসামীদের গ্রেফতার করা হবে।

এনসিএন/আরআই

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print