বৃস্পতিবার বেলা ১২ টায় এসোসিয়েশন অব ডেভলপমেন্ট এজেন্সিজ (এডাব) এর উদ্যোগে ওয়াইএমসির পল সেরা অডিটোরিয়ামে “বেসরকারি উন্নয়ন স্ংস্থা সমূহের সুশাসন“ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন এডাব বগুড়া জেলা শাখার সভাপতি টিপু সুলতান মজিদুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে প্রধানঅতিথি ছিলেন বগুড়া সদর উপজেলা নির্বাহী অফিসার সমর কুমার পাল।
সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন বগুড়া এডাবের সদস্য সচিব জিয়াউর রহমান, বিবাগীয় সমন্ময়কারি কে,বমে ওবায়দুর রহমান, গ্রাম বিকাশ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নাছিল উদ্দিন সদর সমাজে সেবা অফিসার নূরুল ইসলাম,।রবিন রবার্ট মারান্ডি প্রমুখ।
সেমিনারে প্রধান অতিথি বলেন, প্রতিটি এনজিওর মধ্যে স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকতে হবে। রাষ্টের বিরুদ্ধে গুজব দেখে সতর্ক থকাতে হবে। অনেকে দেশেকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এ ব্যাপারে এনজিওদের ভূমিকা রাখতে হবে। সমাজ গঠনের পাশাপাশি দেশের মধ্যে অস্থিতিশীতা কারিদের চিহ্নিত করে তাদের প্রতিহত করতে হবে।
