ডিসেম্বর ১, ২০২৫ ৯:২০ পূর্বাহ্ণ

শাজাহানপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দোকানঘর পরিদর্শন

শাজাহানপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দোকানঘর পরিদর্শন
শাজাহানপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দোকানঘর পরিদর্শন। ছবি: এনসিএন

বগুড়ার শাজাহানপুরে ডোমনপুকুরে আগুনে পুড়ে যাওয়া ফার্নিচার দোকান পরিদর্শন করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আহমেদ।

শনিবার বেলা ১২ টায় সংবাদ পেয়ে ডোমনপুকুর বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত আশা ফার্নিচার পরিদর্শন করেন।

এসময় ক্ষতিগ্রস্থ দোকান মালিক আনোয়ার হোসেনকে সমবেদনা জানিয়ে উপজেলা পরিষদ থেকে ক্ষতিপূরণের আস্বাস দেন।

দোকানমালিক উপজেলার খরনা বাঁশগাড়ি গ্রামের লিয়াকত আলী ছেলে আনোয়ার হোসেন জানান, প্রতিদিনের ন্যায় গত শুক্রবার রাত ৯ টায় দোকান বন্ধ করে বাড়িতে যান। হঠাৎ রাত ৩ টায় নাইটগার্ড ফোন করে জানান তার দোকানের ভিতর আগুন জ্বলছে। খবর পেয়ে এসে দিকে দোকানে থাকা সমস্ত কাঠ, ফার্নিচার, ইলেক্ট্রিক যন্ত্রপাতিসহ বিভিন্ন আসবাপত্র পুড়ে গেছে। এতে তার প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান।

উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আশরাফুল ইসলাম জানান, ডোমনপুকুর বাজারে আগুন জ্বলতে দেখে রাত ৩ টার দিকে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিস সদস্যদের দেড় ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছিল।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print