ডিসেম্বর ১, ২০২৫ ৯:২৮ পূর্বাহ্ণ

৬১০টি সুবিধাভোগী পরিবারের মাঝে খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ

৬১০টি সুবিধাভোগী পরিবারের মাঝে খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ
৬১০টি সুবিধাভোগী পরিবারের মাঝে খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ

বগুড়ার এসওএস শিশু পল্লীতে ৬১০টি সুবিধাভোগী পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার (৩১ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে বগুড়া সদরের এসওএস শিশু পল্লীতে ওই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সমর কুমার পাল।

সুবিধাভোগী পরিবারের সদস্যদের বাল্য বিবাহের প্রতি সচেতনা বৃদ্ধিতে সমর কুমার পাল বলেন, ‘নারীর ক্ষমতায়নে সমাজে বেশকিছু প্রতিবন্ধকতা রয়েছে। যার মধ্যে অন্যতম বাল্য বিয়ে। এটি রোধ করা গেলে সমাজে নারীদের ভূমিকা বেড়ে যাবে। প্রতিটি পরিবারকে সচেতন হতে হবে যেন মেয়েরা প্রাপ্ত বয়স্ক হওয়ার আগেই বিয়ের পিড়িতে বসতে হয়। তাই প্রতিটি বাবা-মাকে বাল্য বিয়ে না দেওয়ার আহ্বান জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘আজ আপনারা যে সুবিধা পাচ্ছেন সেটি পেয়ে কাজের আগ্রহ হারিয়ে গেলে চলবে না। এই সুবিধাকে কাজে লাগিয়ে পরিবারের উন্নয়ন করতে হবে। তাহলেই এই প্রকল্পের সার্থকতা আসবে বলেও মন্তব্য করেন তিনি।

এদিন ‘সাপোর্ট কোভিড-১৯ রেসপন্স ইন বাংলাদেশ’ শীর্ষক প্রকল্পের মাধ্যমে এসওএস সামাজিক কেন্দ্র বগুড়ার পরিবার শক্তিশালীকরণ কর্মসূচির ৬১০টি সুবিধাভোগী পরিবারের মাঝে খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এরমধ্যে রয়েছে ১০ কেজি চাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি লবন, ১ কেজি মসুর ডাল, ৫০০ গ্রাম গুড়া দুধ, ১ কেজি চিনি, ৪টি সাবান, ৫০০ গ্রাম ডিটারজেন্ট এবং ৪টি ফেস মাস্ক।

এসওএস শিশু পল্লী বগুড়ার পরিচালক মোঃ আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সমর কুমার পাল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখেরকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রশিদুল ইসলাম মৃধা, এসওএস হারম্যান মেইনার স্কুলের অধ্যক্ষ শীথল কুমার সরকার, ডিজিটাল ডিভাইস প্রকল্পের সমন্বয়কারী মোঃ সাঈদ আব্দুল্লাহসহ অনেকেই।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসওএস সামাজিক কেন্দ্রের কর্মকর্তা মোঃ ফয়সাল করিম।

এনসিএন/এআইএ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print