নর্থ ক্যাপিটাল নিউজ এর ফেসবুক পেইজে “কি খাচ্ছি আমরা কতোটা স্বাস্থ্যকর এসব খাবার ” শিরোনামে বগুড়ার সাতমাথায় বারবার ব্যবহার করা পোড়া ও ভেজাল তেল, অপরিষ্কার খাবার, নিম্ন মানের খাবার সামগ্রী, অস্বাস্থ্যকর পরিবেশের সমন্বয়ে তৈরি হচ্ছে এসকল আকর্ষনীয় ও মুখোরোচক খাবারের বিরুদ্ধে একটি প্রতিবেদন প্রকাশ করলে তারই দুই ঘন্টা পর অভিযানে নামে বগুড়া জেলা প্রসাশকের একটি দল।
আরো পড়ুনঃ বগুড়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত দিন দিন বাড়ছে
অভিযানটি পরিচালনা করেন বগুড়া জেলা প্রসাশকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকার। এসময় তিনি বিভিন্ন খাবারের দোকানগুলোতে অভিযান চালিয়ে ২ হাজার ৫ শত টাকা জরিমানা করেন। এসময় সাতমাথায় কথিত ফাস্টফুডের ভ্যান (স্ট্রিট ফুড) থেকে ২ হাজার টাকা এবং একটি চটপটির দোকান থেকে পাঁচশত টাকা জরিমানা করেন। একই সাথে বিশেষ সতর্ক করেন।
পরবর্তীতে সাতমাথা শেরপুর রোডে অতিরিক্ত যানজট নিরসন করতে ট্রাফিক বক্সের সামনে ভ্রাম্যমান কাপড় বিক্রেতাদের উচ্ছেদ করেন এবং তিনজন কাপড় বিক্রেতাকে একশত টাকা করে মোট তিনশত টাকা জরিমানা করেন। পরবর্তীতে এমন কাজ পুনরায় করবে না বলে প্রতিশ্রুতিতে ছেড়ে দেন তিনি।
