ডিসেম্বর ১, ২০২৫ ৯:৩৯ পূর্বাহ্ণ

বগুড়ায় ডিবির অভিযানে ইয়াবাসহ ১ যুবক গ্রেপ্তার

ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেফতারকৃত যুবক। ছবিঃ এনসিএন
ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেফতারকৃত যুবক। ছবিঃ এনসিএন

বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)’র মাদক বিরোধী অভিযানে ২০০ (দুইশত) পিচ ইয়াবাসহ মোঃ মিজু আহম্মেদ (২৭) নামক এক যুবক কে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (০৫ আগষ্ট) দুপুরে ডিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বগুড়ার ডিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সাতমাথা থেকে মাটিডালী রাস্তার কালিতলা শিববাটি এলাকায় অভিযান চালিয়ে মোঃ মিজু আহম্মেদ নামের এক যুবক কে গ্রেপ্তার করে এবং সে সময় তার কাছে দুই’শ পিচ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

গ্রেপ্তারকৃত মিজু আহম্মেদ জেলার গাবতলী উপজেলার রামেশ্বরপুর এলাকার মৃত আলম মন্ডলের ছেলে।

ডিবির ইনচার্জের মোঃ সাইহান ওলিউল্লাহ জানান, ‘আসামীকে বগুড়া সদর থানায় মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।’

তিনি আরও জানান, ‘আসামীর বিরুদ্ধে এর আগেও একটি মামলা রয়েছে।’

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print