বগুড়ার শাজাহানপুরে উপজেলায় স্ত্রীর মর্যাদার দাবিতে শ্বশুর বাড়িতে অনশন পালন করছেন শারমিন ইসলাম (২৪) নামে এক গৃহবধূ।
শনিবার (০৬ আগস্ট) সকালে থেকে উপজেলার আড়িয়া ইউনিয়নে সেনাপল্লী গ্রামে শ্বশুর কেতাব আলী (৪৭) বাড়িতে অনশন শুরু করেছেন। ঘটনার পর থেকেই তার স্বামী আজম খান গাঢাকা দিয়েছেন।
এ ঘটনায় শনিবার ভুক্তভোগী মা আফরিন ইসলাম শাজাহানপুর থানা লিখিত অভিযোগ করেন।
স্থানীয় ও অভিযোগ সুত্রে জানা যায়, বগুড়ার শাজাহানপুর উপজেলার কাটাবাড়ি সেনাপল্লী গ্রামের কেতাব আলীর ছেলে আলী আজম খান (২৭) এর সাথে দীর্ঘ দিনের প্রেমের সম্পর্কে মাধ্যমে বগুড়া সারিয়াকান্দী উপজেলার কড়িতলা গ্রামের আনোয়ার হোসেন বাদশার মেয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।
এরপর শারমিন ও আজম ঢাকায় বাসা বাড়া নিয়ে একসাথে ঘরসংসার করতে থাকে।দীর্ঘ দিন সংসার কারার পর আজম খান তারস্ত্রী শারমিনকে রেখে হঠাৎ গ্রামের বাড়িতে চলে আসে৷এমতাবস্থায় শারমিন স্ত্রীর মর্যাদার দাবিতে স্বামীর বাড়িতে অনশন করছেন।
এদিকে, শারমিনের উপস্থিতি টের পেয়ে বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন আজম খান। এ অবস্থায় আজম অপেক্ষা শ্বশুর বাড়িতে সময় পার করছেন শারমিন।
শারমিন ইসলাম বলেন, শ্বশুর বাড়িতে অবস্থান নিলে প্রথমে আমাকে স্ত্রীর বলে অস্বীকার করলেও, থানা পুলিশ আসার পর থেকে ছেলের বউ হিসেবে মেনে নিতে শুরু করছে।তবে আমার স্বামী আজমের ফিরে আসা নিয়ে শঙ্কায় আছি।
মেয়েটির মা আফরিন ও তার স্বজনরা মেয়েটির নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়ে পড়ছেন। তারা জানান, ইতিমধ্যেই শারমিন নিরাপত্তাহীনতার বিষয়টি মোবাইলে মেসেজ করে জানিয়েছেন।
অভিযোগের বিষয়ে আজমের বাবা কেতাব আলী বলেন,আমরা তো ছেলের বউ হিসেবে মেনে নিয়ে বাড়িতে তুলেছি।আমার ছেলে আজম চাকরির জন্য বাহিরে অবস্থান করছে।
এবিষয়ে শাজাহানপুর থানার এসআই আরিফ হোসেন জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
