ডিসেম্বর ১, ২০২৫ ৯:৫১ পূর্বাহ্ণ

বগুড়ায় সারের গোডাউনে অভিযান, ১২ হাজার বস্তা সার জব্দ

রোববার এরুলিয়া এলাকায় সারের কারখানায় অভিযান চালান উপজেলা নির্বাহী অফিসার সমর কুমার পাল। ছবিঃ সংগৃহীত
রোববার এরুলিয়া এলাকায় সারের কারখানায় অভিযান চালান উপজেলা নির্বাহী অফিসার সমর কুমার পাল। ছবিঃ সংগৃহীত

বগুড়া সদরের এরুলিয়া এলাকায় রোববার রাত সাড়ে ১১টায় সারের গোডাউনে অভিযান চালিয়ে ইউরিয়া ও ডিএপি ১২ হাজার বস্তা সার জব্দ করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সমর কুমার পাল।

রোববার রাতে সদর উপজেলার এরুলিয়া উচ্চ বিদ্যালয় এলাকায় মঞ্জু-করিম ট্রেডার্সের গোডাউন ১২ হাজার সারের বস্তা জব্দ করা হয়। এসময় অবৈধভাবে সার মজুদের অপরাধে গোডাউন সিলগালা এবং দুইটি ট্রাক জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সমর কুমার পাল জানান, গোডাউনের মালিক নাজমুল পারভেজ কনক দীর্ঘদিন ধরে অবৈধভাবে ডিএপি ও ইউরিয়া সার মজুদ করে আসছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নামি আমরা। অভিযানে গোডাউন ভর্তি অবৈধভাবে মজুদ করা আনুমানিক ১২ হাজার বস্তা ডিএপি ও ইউরিয়া সার জব্দ করা হয়। এছাড়া দুটি সার ভর্তি ট্রাক এবং একটি খালি ট্রাক জব্দ করা হয়েছে। এরপর পুরো গোডাউন সিলগালা করা হয়েছে।

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print