বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় বঙ্গমাতা ফজিলতুন নেছা মুজিবের ৯২ তম জন্মবাষির্কী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকাল ৯টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের চত্তরে অস্থায়ী প্রতিকৃতিতে সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠন পুস্পস্তবক অর্পণ করা হয়।
জেলা প্রশাসক মো: জিয়াউল হকের নেতৃত্বে জেলা আওযামীলীগের সভাপতিসহ জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধাবৃন্দ, জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, সদর নির্বাহী অফিরে সমর কুমার পাল এর নেতৃত্বে উপজেলা প্রশাসন, বঙ্গবন্ধু পরিষদ, জেলা কারাগারের পক্ষে জেল সুপার মুনির আহমেদ, জেলা পরিষদের প্রশাসক ডা: মকবুল হোসেনসহ বিভিন্ন প্রতিষ্ঠান বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে জেলা প্রশাসকের সভা কক্ষে আলোচান সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুম আলী বেগ। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশসাক মো: জিয়াউল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী, আ.লীগ সভাপতি মজিবর রহমান মজনু, আ.লীগ সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, জেলা পরিষদের প্রশাসক মোঃ মকবুল হোসেন। পরে দুস্থ মহিলাদের জেলাতে ৮৫ টা এবং সদর উপজেলায় ৭ সেলাই মেশিন বিতরণ করা হয়।
অপরদিকে জেলা আওয়ামীলীগের উদ্যেগ্যে দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
