বগুড়ার সোনাতলা উপজেলার ছাত্রলীগ সাধারণ সম্পাদকের বিরুদ্ধে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৯ আগস্ট) বিকেলে এ ঘটনায় একটি মামলা দায়ের করেছে ভুক্তভোগী ওই নারী।
অভিযুক্ত ছাত্রলীগ নেতা সুজন কুমার ঘোষ উপজেলার নামাজখালী গ্রামের সুভাষ ঘোষের ছেলে।
এদিন বিষয়টি নর্থ ক্যাপিটাল নিউজকে নিশ্চিত করেছেন সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন।
৩০ বছর বয়সী ওই গৃহবধূ ২ সন্তানের জননী। তার স্বামী বগুড়া সদরের একটি তেলের ডিপোতে কাজ করেন। সেজন্য প্রতিদিন সকালে বাড়ি থেকে বের হয়ে রাতে বাড়ি ফেরেন। সেই সুযোগ কাজে লাগিয়ে অভিযুক্ত সুজন ওই নারীকে ধর্ষণ করতেন বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই নারীকে অভিযুক্ত ছাত্রলীগ নেতা গত ৩ বছর ধরে ধর্ষণ করে আসছেন। এমনকি বিষয়টি গোপন রাখার জন্য তিনি দলীয় প্রবাব খাটিয়ে গৃহবধূকে হুমকিও দিতেন। অবশেষে ওই নারী বিষয়টি তার স্বামীকে জানালে মঙ্গলবার থানায় একটি অভিযোগ দায়ের করেন।
বিষয়টি সম্পর্কে সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন জানিয়েছেন, ‘ভুক্তভোগী গৃহবধূ থানায় একটি অভিযোগ করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে আমরা মামলা গ্রহন করেছি। তাকে গ্রেফতারের প্রক্রিয়া চলছে।’
