ডিসেম্বর ১, ২০২৫ ৯:৫২ পূর্বাহ্ণ

বগুড়ায় ১০ বছর পর স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বগুড়ায় পারিবারিক কলোহের জের ধরে সুলতানা ওরফে রুমাকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত। এদিন হাইকোর্টের অনুমোদন সাপেক্ষে গলায় রশি দিয়ে এই মৃত্যুদন্ড কার্যকর করতে রায়ে উল্লেখ করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুর ১২টায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩ এর বিচারক রুবাইয়া ইয়াছমিন এ রায় প্রদান করেন। তবে মামলার রায়ের সময় আসামী উপস্থিত ছিলেন। একই সাথে তাকে ২০ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে।

মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী সোবাহান আলী (৫০) সোনাতলা উপজেলার সোনাকানিয়া গ্রামের মৃত সোলাইমান আলীর ছেলে।

এদিন গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ও দায়রা জজ আদালত-৩ এর অতিরিক্ত পিপি পদ্ম কুমার দেব।

মামলার এজহার সূত্রে জানা যায়, সোনাতলার সোনাকানিয়া গ্রামে রুমার সাথে আসামী সোবাহানের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ দেখা দেয়। সেই বিরোধের জেওে ২০১২ সালে ১৮ অক্টোবর রাত ৩টার দিকে স্ত্রীর গলা টিপে ধরে এবং পওে গরু জবাইয়ের ধারালো অস্ত্র দিয়ে হত্যা নিশ্চিত করে ওই আসামী।

এ ঘটনায় নিহতের মা রোকেয়া বেগম সোনাতলা থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলার দায়ে সোবাহানকে গ্রেফতার করে আদালতে পাঠিয়ে দেয় পুলিশ। পরে সে মাজিজেট কোর্টে হত্যার কথা স্বীকার করেন।

এনসিএন/এআইএ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print