ডিসেম্বর ১, ২০২৫ ৯:৫১ পূর্বাহ্ণ

বগুড়ায় শ্মশানঘাট কমিটির অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন

বগুড়ায় শ্মশানঘাট কমিটির অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন
বগুড়ায় শ্মশানঘাট কমিটির অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন। ছবি: এনসিএন

বগুড়া সদরের মগলিশপুরে সার্বজনীন করতোয়া শ্মশানঘাট কমিটির অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টায় এর উদ্বোধন করা হয়।

এদিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সমর কুমার পাল।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, ‘আমি মনে করি, আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে বগুড়ায় নতুনভাবে একটি শ্মশানের যাত্রা শুরু হলো। এখানে সনাতন ধর্মাবলম্বীরা যাতে সহজেই মরদেহগুলো সৎকার করতে পারে। সেকারণে এর সঙ্গে সংশ্লিষ্ট সবাই যেন মহৎ উদ্দেশ্য নিয়ে কাজ করেন সেই প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।’

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মগলিশপুর সার্বজনীন করতোয়া শ্মশান ঘাট কমিটির সভাপতি শ্রী অতুল চন্দ্র দাস। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর এলাকার ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রাজু হোসেন পাইকার, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মুক্তি বেগম ও সাবেক কাউন্সিলর টিপু সুলতানসহ অনেকেই।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print