বগুড়ার আদমদিঘী উপজেলার নওগাঁ-বগুড়া মহাসড়কের পোওতা রেলগেইট এলাকা থেকে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেটসহ ৪ জনকে গ্রেফতার করেছে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বুধবার (১৭ আগস্ট) ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৭ টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, সাফিউল সিদ্দিকী (৩৪), মোঃ মাইনুল ইসলাম (৪২), মোঃ আব্দুল গফুর (১৯) ও মোঃ উজ্জল হোসেন (৩৪)। জানা যায়, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় আদমদীঘী থানায় মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (১৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে নিজ কার্যালয়ে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ রাজিউর রহমান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর রাতে বগুড়ার আদমদীঘী উপজেলার পোওতা রেলগেইট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় নওগাঁ-বগুড়া মহাসড়কে একটি মাইক্রোবাস তল্লাশি করে গ্রেফতারকৃত আসামীদের কাছ থেকে পৃথক পৃথক জিপারযুক্ত স্বচ্ছ পলি প্যাকেটের ভিতর মিথাইল অ্যামফিটামিনযুক্ত ২ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সাথে তাদের কাছ থেকে ৬টি মোবাইল ফোন ও তাদের বহনকারী মাইক্রোবাসটি (ঢাকা মেট্রো-গ-৩৫-১১৪১) জব্দ করা হয়েছে।

পরে বগুড়া সদরের কাটনারপাড়া এলাকার আসামী সাফিউলের বাসা থেকে স্কচটেপ মোড়ানো জিপারযুক্ত ৪টি পলি প্যাকেট থেকে আরও ৪ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ইতোমধ্যে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সংল্লিষ্ট ধারায় আদমদিঘী থানায় মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি আগামীতেও এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবলে বলে জানিয়েছেন সংস্থাটির কর্মকর্তা।
এনসিএন/এআইএ
