ডিসেম্বর ১, ২০২৫ ১০:০০ পূর্বাহ্ণ

বগুড়ায় ভ্যানচালকের গলাকাটা লাশ উদ্ধার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বগুড়া শহরতলীর ঝোপগাড়ি এলাকা থেকে এক ভ্যান চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুর ১২টায় ঝোপগাড়ির বি-এড কলেজের পাশের একটি জঙ্গল থেকে এ লাশ উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তি হলেন, মোঃ সাজু মিয়া (৫০)। তিনি বগুড়া শহরের আটাপাড়া এলাকার আবু তালেবের ছেলে। তবে দীর্ঘদিন যাবৎ সদর এলাকার বড় কুমিড়া গ্রামে শ্বশুরবাড়ির পাশে বসবাস করতেন।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ইন্সপেক্টর(তদন্ত) জাহিদুল হক।

জানা গেছে, সাজু মিয়া ব্যাটারী চালিত অটো ভ্যান চালাতেন। বুধবার সন্ধ্যায় তিনি ভ্যান গ্যারেজে রেখে বাড়ি থেকে বের হন। এরপর থেকে সাজু মিয়ার খোঁজ পাওয়া যাচ্ছিল না। রাতে বাড়ি না ফেরায় বৃহস্পতিবার সকাল থেকে পরিবারের লোকজন সাজু মিয়ার সন্ধান করতে থাকেন। একপর্যায় বাড়ি থেকে দেড় কিলোমিটার দূরে ঝোপগাড়ি বিএড কলেজের পাশের জঙ্গলে সাজু মিয়ার গলাকাটা মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ সাজু মিয়ার মরদেহ উদ্ধার করে।

সদর থানার ইন্সপেক্টর জাহিদুল হক বলেন, নিহত সাজুর মরদেহে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাদক সেবন নিয়ে বিরোধের জেরে তাকে হত্যা করা হতে পারে। তবে তদন্ত শেষে বিস্তারিত কারণ জানা যাবে বলেও জানিয়েছেন এই কর্মকর্তা।

এনসিএন/এআইএ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print