পোল্ট্রি শিল্পের বাজার নিয়ন্ত্রনে রাখতে শনিবার বেলা ১২টার দিকে বগুড়া শহরের বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় পাঁচটি প্রতিষ্ঠানকে সাড়ে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এদিন বগুড়া সদর এলাকার রাজাবাজার, ৩ নং রেলগেইট ও ফতেহ আলী বাজারে ব্রয়লার মুরগী ও ডিমের বাজারে অভিযান পরিচালনা করে এই জরিমানা করা হয়েছে। ভোক্তাদের অধিকার নিশ্চিতে অভিযান পরিচালনা করেছেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম।
জানা যায়, মূল্য তালিকা প্রদর্শন ও ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ না করার দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে সাড়ে ৯ হাজার টাকা নগদ অর্থদন্ড প্রদান করা হয়।
শনিবার (২০ আগস্ট) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অভিযানের বিষয়টি জানিয়ে ইফতেখারুল আলম বলেন, ‘সরকারের নিদের্শনায় নিত্যসামগ্রীর বাজার নিয়ন্ত্রণে রাখতেই এই অভিযান। এদিন দোকানিরা মূল্য তালিকা প্রদর্শন ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ না করলে তাদের জরিমানা করা হয়েছে। একই সাথে ভবিষ্যতে এমন কার্যকলাপ থেকে বিরত থাকার পরামর্শও দেওয়া হয়েছে।’
ভোক্তাদের অধিকার নিশ্চিতে আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন এই কর্মকর্তা। এদিন অভিযান পরিচালনার সময় তাকে সহযোগিতা করে জেলা পুলিশের একটি বিশেষ দল।
এনসিএন/এআইএ
