বগুড়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার আড়াই টার সময় জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার ভোর সাড় ৫ টার সময় সাতমাথা এলাকা থেকে ৬০০ (ছয়শত) পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুই জন ব্যবসায়ীকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
গ্রেফতারকৃত আসামী শহরের ঠনঠনিয়া এলাকার মোঃ আঃ কুদ্দুস এর ছেলে মোঃ ফরহাদ হোসেন (৩৫) এবং শহরের কামারগাড়ী এলাকার মোঃ মাসুম শেখ এর ছেলে মোঃ রিফাত শেখ (২৫)।
ডিবি ইনচার্জ সাইহান ওলিউল্লাহ জানান, গ্রেফতারকৃত আসামী দুইজনের বিরুদ্ধে বগুড়া জেলার সদর থানায় মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এনসিএন/বিআর
