বগুড়ার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদক বিরোধী অভিযানে ১৭০ বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
রোববার বিকেল সাড়ে ৪ টার দিকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বগুড়া ডিবির একটি টিম রোববার বিকেল ৪ টার সময় সদরের গোকুল এলাকা থেকে ১৭০ বোতল ফেন্সিডিলসহ ইমরান (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
গ্রেফতারকৃত আসামী মোঃ ইমরান(৩৮) রংপুর জেলার সদরের আলমনগর এলাকার মোঃ ইসতিয়াক আহম্মদের ছেলে।
বগুড়া ডিবি ইনচার্জ সাইহান ওলিউল্লাহ জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও জানান, আসামী ইমরান এর বিরুদ্ধে পূ্র্বের আরও ০৩ টি মাদক মামলা রয়েছে।
এনসিএন/বিআর
