ডিসেম্বর ১, ২০২৫ ১০:১০ পূর্বাহ্ণ

বগুড়ায় চাল ব্যবসায়ীকে মোটা অংকের জরিমানা

বগুড়ায় চাল ব্যবসায়ীকে মোটা অংকের জরিমানা্
বগুড়ায় চাল ব্যবসায়ীকে মোটা অংকের জরিমানা। ছবিঃ প্রতিকী ছবি

গত রোববার (২১ আগস্ট) বগুড়ার শেরপুর উপজেলায় চালের বাজারে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শেরপুর উপজলার সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাবরিনা শারমিন, জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহঃ শাহনুর জামান ও জান্নাতুল নাইম। এ সময় কৃষি বিপণন লাইন্সেন না থাকা, অতিরিক্ত মজুদ ও পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করার অপরাধে তিন চাল ব্যবসায়ীকে ছয় লক্ষাধিক টাকা জরিমানা করা হয়।

সোমবার সকালে জেলা প্রশাসনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেআইনী ভাবে অতিরিক্ত ধান বেশি সময় ধরে মজুদ করায় শেরপুর উপজেলার চালকল মালিক সমিতির সভাপতি আব্দুল কুদ্দুস কুদু (বিসমিল্লাহ অটো রাইস মিল) কে পাঁচ লাখ টাকা জরিমানা করেন সাবরিনা শারমিন।

উপজেলায় একই দিনে কৃষি বিপণন লাইসেন্স গ্রহণ না করে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা এবং পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করে প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় আলাল এগ্রো ফুড ও আলাল অটো রাইস মিল কে যথাক্রমে সত্তর হাজার এবং চল্লিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন মুহ: শাহনুর জামান এবং জান্নাতুল নাইম।

এদিন মোট ৩টি মামলায় সর্বমোট ৬ লাখ ১০ হাজার টাকা অর্থদন্ড করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম বলেন, রাত ৯ টা থেকে পৌণে ১২ টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করে ৩টি ব‌্যবসায়ীকে ৬ লাখ ১০ জহাজার টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসক মো: জিয়াউল হক মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় এ অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে।

এসময় বাজার পরিদর্শক আবু তাহের, খাদ্য পরিদর্শক ও জেলা পুলিশ এবং এপিবিএন বগুড়া এর সদস্যগণ সহযোগিতা করেন।

এনসিএন/বিআর

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print