ডিসেম্বর ১, ২০২৫ ১০:১০ পূর্বাহ্ণ

বগুড়ায় ৫০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বগুড়ায় ৫০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
বগুড়ায় ৫০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার। ছবিঃ এনসিএন

বগুড়ায় ৫০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২। সোমবার সন্ধ্যা সাড়ে ছয় টার সময় র‌্যাব-১২ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ জানতে পারে, কুমিল্লা হতে দিনাজপুরগামী ট্রাকে করে ০২ জন ব্যক্তি মাদকদ্রব্য গাঁজা হেফাজতে রেখে বহন করছে। এই সংবাদের ভিত্তিতে বগুড়া র‌্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল সোমবার (২২ আগস্ট) সাড়ে ৪ টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার সাজাপুর ফুলতলা এলাকায় অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে ব্যাপক তল্লাশী অভিযান পরিচালনা করে ৫০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছে থেকে একটি ট্রাক (ঢাকা মেট্রো-ড-১৪-৮৭১৪) ও নগদ টাকাসহ জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, কুমিল্লার মুরাদনগর উপজেলার গোকুল নগর মধ্যপাড়া এলাকার আবুল খায়েরের ছেলে (ড্রাইভার) মোঃ আমির হোসেন (২১) ও একই উপজেলার ধামঘর এলাকার মোঃ কামাল হোসেনের ছেলে (হেলপার) মোঃ মোশাররফ হোসেন (২৫)।

র‌্যাব-১২ আরও জানান, গ্রেফতারকৃত ২ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়ার শাজাহানপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

 

এনসিএন/বিআর

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print