বগুড়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদক বিরোধী অভিযানে ১০(দশ) কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
সোমবার রাত সাড়ে ৯ টায় ডিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানান, সোমবার আড়াই টার সময় বগুড়া ডিবির একটি টিম বগুড়ার কাহালু উপজেলার মুরইল বাজার এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ ৩ জন কে গ্রেফতার করা হয়।
গ্রােফতারকৃত আসামীরা হলেন, কুমিল্লার বুড়িচং উপজেলার গোবিন্দপুর এলাকার মোঃ জাহাঙ্গীর আলমের ছেলে মোঃ হোসেন (২৭) ও একই উপজেলার ইছাপাড়া দক্ষিণপাড়া এলাকার মোঃ ফক্কু মিয়ার ছেলে মোঃ তোফায়েল আহমেদ (২২) এবং গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার খিরাটি এলাকার মোঃ জালাল উদ্দীনের ছেলে মোঃ সজীব মিয়া (২৬)।
বগুড়া ডিবি ইনচার্জ সাইহান ওলিউল্লাহ জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বগুড়া জেলার কাহালু থানায় মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এনসিএন/বিআর
