ডিসেম্বর ১, ২০২৫ ১০:১৯ পূর্বাহ্ণ

বগুড়ায় ফেন্সিডিল-ইয়াবাসহ গ্রেফতার ২

বগুড়ায় ফেন্সিডিল-ইয়াবাসহ গ্রেফতার ২
বগুড়ায় ফেন্সিডিল-ইয়াবাসহ গ্রেফতার ২। ছবি: এনসিএন

বগুড়ায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ফেন্সিডিল ও ইয়াবা ট্যাবলেটসহ ২ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (২৬ আগস্ট) সন্ধ্যায় বগুড়া সদরের পৃথক পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, বগুড়া জেলার সদর থানাধীন বড় সরলপুর গ্রামের মোঃ আলমগীর হোসেনের ছেলে হেলাল উদ্দীন (৩৫)। অভিযান পরিচালনা করে ৬০ বোতল ফেন্সিডিলসহ তাকে গ্রেফতার করা হয়।

অন্যদিকে বগুড়া শহরের ঠনঠনিয়া বাসস্ট্যান্ড থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মিনহাজ ইসলামকে (৩৫) গ্রেফতার করা হয়। তিনি শাজাহানপুরের রানীরহাটের বয়রাদিঘী গ্রামের নজরুল ইসলামের ছেলে।

শনিবার (২৭ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে ডিবি পুলিশ।

জানা গেছে, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য আইনে বগুড়া সদর থানায় পৃথক পৃথক মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

এনসিএন/এআইএ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print