ডিসেম্বর ১, ২০২৫ ১০:২৫ পূর্বাহ্ণ

বগুড়া সদর উপজেলায় আইন-শৃঙ্খলা সভা

বাল্য বিবাহ বন্ধ, ইভটিজিং ও মাদক ব্যবহার বন্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান

বাল্য বিবাহ বন্ধ, ইভটিজিং ও মাদক ব্যবহার বন্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান
বাল্য বিবাহ বন্ধ, ইভটিজিং ও মাদক ব্যবহার বন্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান। ছবি: এনসিএন

বগুড়া সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মঙ্গলবান মাসিক আইন শৃখলা সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতিত্ব করেন বগুড়া সদর উপজেলা নির্বাহী অফিসার সমর কুমার দাস। সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়াম্যান আবু সফিয়ান সফিক, সহকারি কমিশনার (ভূমি) নাছিম রেজা, বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা।

সভার সভাপতি সমর কুমার পাল বলেন, ইভটিজিং ও মাদক ব্যাহারের জন্য শুধু আইন শৃখলা বহিনীর উপর নির্ভর করলে হবে না। এজন্য তাদের অভিবাকদের সচেতন হতে হবে। তাদের সন্তানরা কি করে খোঁজ খবর নিতে হবে। মাদক নিয়ন্ত্রনে সকল শ্রেনী পেশার মানুষদের এগিয়ে আসতে।

পরিবেশ রক্ষার কথা  বিভাগকে একটা গাছ কাটলে আরো ৫ টা গাছ লাগদে হবে। প্রকৃতিকে না হবাঁচালে দেশ ধ্বংস হর্য়ে যাবে। প্রকৃতির গাছ-পালা ধ্বংশ হওয়া কারনে জলবায়ূ প্রভাব পড়েছে। সৃষ্টি অসময়ে হচ্ছে খরা বন্যা।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print