ডিসেম্বর ১, ২০২৫ ১০:২৫ পূর্বাহ্ণ

নন্দীগ্রামে যুবলীগের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নন্দীগ্রামে যুবলীগের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
নন্দীগ্রামে যুবলীগের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। ছবিঃ সংগৃহীত

১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শাহাদত বরণকারীদের স্বরণে বগুড়ার নন্দীগ্রামে যুবলীগের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে উপজেলা যুবলীগের উদ্যোগে একটি শোক র‌্যালি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

পরে বঙ্গবন্ধ চত্বরে উপজেলা যুবলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্তের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বেনজিরের সঞ্চালনায় শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা এলএলবি।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আ’লীগ নেতা রফিকুল ইসলাম, শফি উদ্দিন, মহসিন আলী, সরফুল হক, স্বপন চন্দ্র, মুকুল হোসেন, শামীম শেখ, আনন্দ কুমার, মামুনুর রশীদ, এফ ফারুক কামাল, বকুল হোসেন, শাহিরুল ইসলাম, সানোয়ার হোসেন মিলন, আব্দুর রাজ্জাক, জুলফিকার আলী, গোলাম মোস্তফা গামা, জেলা যুবলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এনামুল হক মণির, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক কামরুল হাসান সবুজ, উপজেলা কৃষক লীগের সভাপতি সফিকুল ইসলাম, যুবলীগ নেতা জিল্লুর রহমান রয়েল, আব্দুস ছাত্তার, আব্দুল কুদ্দুস, ছাত্রলীগের সাধারন সম্পাদক শুভ আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক আবু তৌহিদ রাজীব, রিফাত আল রাব্বি প্রমূখ।

সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শাহাদত বরণকারীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

এনসিএন/বিআর

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print