ডিসেম্বর ১, ২০২৫ ১০:৩৬ পূর্বাহ্ণ

বগুড়ায় পিএইচপি অটোমোবাইলস এক্সপো-২০২২ প্রদর্শনী

বগুড়ায় বাইক এন্ড মোটর শো এর উদ্বোধন

বগুড়ায় পিএইচপি অটোমোবাইলস এক্সপো-২০২২ প্রদর্শনী।
বগুড়ায় পিএইচপি অটোমোবাইলস এক্সপো-২০২২ প্রদর্শনী। ছবিঃ এনসিএন

পিএইচপি অটোমোবাইলস প্রেজেন্টস্ বাংলাদেশ ইন্টারন্যাশনাল অটোমোবাইলস্ এক্সপো – ২০২২ আয়োজিত অটোমোবাইলস প্রদর্শনী মেলা উদ্বোধন করা হয়েছে।

প্রদশনটি শুভ উদ্ভোধন করেছেন মোঃ মাসুদুর রহমান মিলন, সভাপতি বগুড়া চেম্বার অব কর্মাস্ এন্ড ইন্ডাস্ট্রি, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলহাজ্ব সুফী
মিজানুর রহমান মাননীয় চেয়ারম্যান পিএইচ গ্রুপ।

বৃহস্পতিবার ১ সেপ্টেম্বর সকাল থেকে এই প্রদর্শনী অনুষ্ঠান চলছে আগামী ৩ সেপ্টেম্বর সন্ধ্যা পর্যন্ত।

উদ্বোধন অনুষ্ঠানে এক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, পিএইচপি অটোমোবাইলস্ লিঃ এর নির্বাহী পরিচালক তাছির করিম ও মম ইন লিঃ এর সহকারী ব্যবস্থাপক খন্দকার আল মোসাব্বির।

এই সংবাদ সম্মেলনে বলা হয়, এটি মূলত একটি আন্তর্জাতিক প্রদর্শনীয় প্রমোশন এর জন্য। সংক্ষিপ্ত প্রদর্শনীর নাম “বাংলাদেশ ইন্টারন্যাশনাল অটোমোবাইলস্ এক্সপো”।

বগুড়া সহ উত্তর বঙ্গের সকল প্রকার অটোমোবাইলস্ সেক্টরের গাড়ি ব্যবহারকারী এবং অটোমোবাইল পণ্য সরবরাহকারী/ডিলার এবং রিটেইলার এর উপর ভিত্তি করেই আমাদের এই প্রদর্শনীর আয়োজন। আমাদের এই প্রদর্শনীর মূল লক্ষ্য ও উদ্দেশ্য সকল অটোমোবাইলস্ সেক্টরের নতুন পণ্যে এবং উন্নত প্রযুক্তির সাথে গাড়ী ব্যবহারকারী এবং অটোমোবাইলস্ সেক্টরের সাথে
সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং ব্যবসায়ীদের পরিচিত করা।

প্রদর্শনী মেলার আয়োজক মোঃ সাখাওয়াত হোসেন জানান, এই প্রদর্শনীর প্লাটিনাম স্পন্সর পিএইচপি অটোমোবাইলস্ লিঃ। পিএইচপি অটোমোবাইলস্ স্থানীয় মোটরবাইক এবং প্রাইভেট কার প্রস্তুুতকারক প্রতিষ্ঠান যা মালেশিয়ার ফোটন ব্রান্ড এর প্রতিনিধিত্ব করে বর্তমানে পিএইপি অটোমোবাইলস্ ৫টি মডেলের মোটরবাইক এবং ৭টি ভিন্ন মডেলের প্রাইভেট কার উৎপাদন করছে।

আমরা এই প্রদর্শনীর মাধ্যমে বিশ্বের উন্নত প্রযুক্তির অটোমোবাইলস্ পন্য (মোটর বাইক, প্রাইভেট কার ও গাড়ীর ব্যবহৃত ইঞ্জিন ওয়েল, টায়ার, লাইট, চাঁকা, প্লাগ, ব্যাটারি, ফিল্টার, সাসপেনশন, ওয়াশার, সিবি জয়েন্ট, ব্রেক ওয়েল, বিয়ারিং, ট্রিমিং কিট, ট্রিমিং বেল্ট, ব্রেক
প্যাড ইত্যাদি) এবং সুবিধা প্রদর্শন করিতে সহযোগীতা করি। এই প্রদর্শনী ১ম বারের মত মম ইন কনভেনশন সেন্টার, নও বগুড়াতে অনুষ্ঠিত হলো। প্রদর্শনটি তিন দিন পর্যন্ত চলবে। প্রদশনী উপলক্ষ্যে ৩ দিনই প্রবেশ ফি। স্থানীয় এবং বিশ্বের বেশ কয়েকটি দেশের ৪০টির অধিক মোটর বাইক ও প্রাইভেট কার গাড়ি প্রস্তুুত কারক সহ গাড়ীর ব্যবহৃত পণ্য ও প্রযুক্তির বাণিজ্যিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। প্রদশনী সর্বসাধারণের জন্য সকাল ১০ টা হইতে সন্ধ্যা ৭ টা পযন্ত উন্মুক্ত থাকবে। এটি বগুড়া সহ উত্তরাঞ্চলে অটোমোবাইলস সেক্টরের উন্নত প্রযুক্তির ব্যবহার এবং এই সেক্টরের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে নতুন প্রযুক্তি সর্ম্পকে অবহিত করা এবং বগুড়া সহ উত্তরাঞ্চলে অটোমোবাইলস সেক্টরকে আরো উন্নত প্রযুক্তির মাধ্যমে বিশ্বমানের অটোমোবাইলস উপকারণ এবং ব্যবহার ও উৎপাদনে সক্ষম করাই এই প্রদশনীর মূল লক্ষ্য।

এই ধরনের সময়োপযোগী প্রদর্শনীটি উক্ত সেক্টরের সাথে জড়িত সকলের জন্য অত্যন্ত তথ্যবহুল ও গুরুত্বপূর্ণ হবে বলে আমি আশা করছি।

এই প্রদর্শনীতে ৪০টি কোম্পানী অংশ গ্রহণ করছে। যেখানে ৮টি দেশের মধ্যে মালেশিয়া, ভারত, চায়না, জাপান, আরব আমিরাত, থাইল্যান্ড, তাইওয়ান এবং ইন্দোনেশিয়া।

বগুড়া চেম্বার অব কর্মাস্ এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি মাসুদুর রহমান মিলন বলেন, এই প্রদর্শনীটি বগুড়া সহ উত্তারাঞ্চলের অটোমোবাইলস্ সেক্টরের উন্নয়নে যথেষ্ঠ ভূমিকা রাখার পাশাপাশি বেকার ও নতুন উদ্যোক্তা তৈরীতে যথেষ্ঠ ভূমিকা রাখবে বলে আশা করছি।

এনসিএন/বিআর

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print