ডিসেম্বর ১, ২০২৫ ১০:৩৬ পূর্বাহ্ণ

চট্রগ্রাম থেকে বগুড়া বাফারে আসা ৭ ট্রাকের সার ভেজাল ছিল

চট্রগ্রাম থেকে বগুড়া বাফারে আসা ৭ ট্রাকের সার ভেজাল ছিল।
চট্রগ্রাম থেকে বগুড়া বাফারে আসা ৭ ট্রাকের সার ভেজাল ছিল।

চট্টগ্রাম থেকে  প্রথম বগুড়া বাফারে আসা ৭ ট্রাক  টিএসপি  সার ভেজাল বলে পরীক্ষায় প্রমানিত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা প্রশাসক মো: জিয়াউল হক।

জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক জানান, ঐ ৭ ট্রাকে ৯৮ মেট্রিক টনটিএসপি সার ছিল। 

রাজশাহী  মৃত্তিকা কেমিক্যাল  ল্যাব পরীক্ষায় এই ফলাফল পাওয়া গেছে। পরবর্তীতে আরও ১০টি ট্রাকে থাকা  টিএসপির  নমুনা চট্টগ্রামে পাঠানো হয়েছিল তার ফলাফল এখনও পাওয়া যায়নি জানান বগুড়া জেলা প্রশাসক। 

চট্টগ্রাম থেকে গত ২৯ আগস্ট ভোরে বগুড়ায় বিসিআইসির টিএসপি বাফার গুদামে ৭টি ট্রাক প্রবেশ করে। ওইদিন সারগুলো খালাসের প্রাক্কালে একটি সূত্র থেকে বগুড়া বাফারের ইনচার্জ মোস্তাফা কামাল জানান, জেলা প্রশাসকের কাছে একটি সূত্র জানায়  চট্টগ্রাম থেকে ট্রাকে যে টিএসপি সার আসছে তার সবটায় নকল। 

জেলা প্রশাসন জানতে পারে যে, ঠিকাদারী প্রতিষ্ঠান এম আর এইচ কর্পোরেশনের মাধ্যমে বগুড়া আনার সময় পথিমধ্যে ট্রাক থামিয়ে বস্তাগুলো পরিবর্তন করে তাতে ভেজাল সার তোলা হয়েছে। গোপন সংবাদে এমন খবর জানার পর প্রশাসনের পক্ষ থেকে বগুড়ার বাফার গুদাম ইনচার্জকে সেটি জানিয়ে সারগুলো খালাস না করার নির্দেশ দেওয়া হয়। 

এরপর ৩০ আগস্ট ভোরে ওই ৭টি ট্রাক থেকে সারের নমুনা নিয়ে পরীক্ষার জন্য তা রাজশাহীর মৃত্তিকা গবেষণা ইন্সটিটিউটে পাঠানো হয়।

বৃহস্পতিবার জেলা প্রশাসকের কাছ সংবাদ আসে যে ৭ ট্রাক সার সবটাই নকল ছিল।

বগুড়ার জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক আরও জানান, পরবর্তীতে ১০টি ট্রাকে আসা সারও ভেজাল সন্দেহে আনলোড করা হয়নি। সেগুলো পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে চট্টগ্রামে পাঠানো হয়েছে। তার ফলাফল এখনও এসে পৌঁছায়নি। 

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভেজাল সার গুদামজাত করার চেষ্টায় জড়িতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট র্কর্তৃপক্ষ মামলা করবেন।

এনসিএন/বিআর

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print