বগুড়ায় মাদক সেবনের দায়ে মোঃ সুমন (৩০) ও শ্রী সুনীল (৫২) কে জরিমানাসহ ১ মাসের কারাদণ্ড করেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার বিকাল ৫ টা থেকে সন্ধ্যা সাড়ে পর্যন্ত শহরের হাড্ডি পট্টি রেল লাইনে অভিযান চালিয়ে মোঃ সুমন (৩০) কে ট্যাপেন্ট্রাডল সেবন করার কারণে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(৫) ধারায় ১০০ টাকা জরিমান ও শ্রী সুনীল (৫২) কে গাঁজা সেবনরত ও নেশাগ্রস্ত উচ্ছৃঙ্খল অবস্থায় পাওয়ায় ৫০ টাকা জরিমানা করে উভয়কে ০১ মাস করে কারাদণ্ড প্রদান করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট
জনাব মোঃ সজিব মিয়া।
অভিযান পরিচালনায় সহযোগিতা করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই জনাব আবীর হাসান, এএসআই জনাব মোঃ নিজামুদ্দিন ও জেলা পুলিশ।
এনসিএন/বিআর
