ডিসেম্বর ১, ২০২৫ ১০:৩৬ পূর্বাহ্ণ

বগুড়ায় ভেজাল সারের কান্ডে ১৩ চালক হেলপার আটক

বগুড়ায় ভেজাল সারের কান্ডে ১৩ চালক হেলপার আটক।
বগুড়ায় ভেজাল সারের কান্ডে ১৩ চালক হেলপার আটক। ছবিঃ এনসিএন

চট্টগ্রাম থেকে প্রথম বগুড়া বাফারে আসা ৭ ট্রাক টিএসপি সার ভেজাল বলে পরীক্ষায় প্রমানিত হয়েছে।

বগুড়া জেলা প্রশাসক মো: জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন। জেলা প্রশাসক জানান, ওই ৭ ট্রাকে ৯৮ মেট্রিক টন টিএসপি সার ছিল। রাজশাহী মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইন্সটিটিউট এর বৈজ্ঞানিক কর্মকর্তা শহিদুল ইসলামের নিকট থেকে সারের নমুনা পরীক্ষার এই ফলাফল পাওয়া গেছে।

পরবর্তীতে আরও ১০টি ট্রাকে থাকা টিএসপির নমুনা চট্টগ্রামে পাঠানো হয়েছিল তার ফলাফল এখনও পাওয়া যায়নি জানান বগুড়া জেলা প্রশাসক।

টিএসপি সারে ভেজাল পাওয়ার ঘটনায় ১৩ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২)।

শুক্রবার বেলা ১১ টায় র‌্যাব-১২ কার্যালয়ে এক প্রেস ব্রিফিং-এ তথ্য জানান বগুড়া র‌্যাব -১২ স্পেশাল কোম্পানী কমান্ডার স্কোয়াড্রান লিডার লীডার মো: তৌহিদুল মবিন খান।

প্রেস ব্রিফিং-এ বলা হয়, জেলা প্রশাসন জানতে পারে যে, ঠিকাদারী প্রতিষ্ঠান এম আর এইচ কর্পোরেশনের মাধ্যমে বগুড়া আনার সময় পথিমধ্যে ট্রাক থামিয়ে সারের বস্তাগুলো পরিবর্তন করে তাতে ভেজাল সার তোলা হয়েছে। গোপন সংবাদে এমন খবর জানার পর প্রশাসনের পক্ষ থেকে বগুড়ার বাফার গুদাম ইনচার্জকে সেটি জানিয়ে সারগুলো খালাস না করার নির্দেশ দেওয়া হয়। এরপর ৩০ আগস্ট ভোরে ওই ৭টি ট্রাক থেকে সারের নমুনা নিয়ে পরীক্ষার জন্য তা রাজশাহীর মৃত্তিকা গবেষণা ইন্সটিটিউটে পাঠানো হয়।

বৃহস্পতিবার জেলা প্রশাসকের কাছ সংবাদ আসে যে ৭ ট্রাক সার সবটাই নকল । সার ভর্তি ৭ ট্রাকের চালক ও হেলপার চট্ট্রগ্রাম থেকে বগুড়া আসার পথে সভারের হেমায়েতপুর যাত্র বিরতী করে।আসল সার ট্রাক থেকে নামিয়ে নকল সার মিশ্রিত সার ট্রাকে ওঠানো হয়।বগুড়া বাফা গুদামে আটক হওয়া ৭ ট্রাকে টিএসপি সারে ভেজাল মিলেছে।

এমন প্রতিবেদনের ভিত্তিতে ট্রাকের ১৩ জন হেলপার ও ড্রাইভারকে আটক করে আনা হয়। চট্টগ্রাম থেকে সার কারখানার কর্মকর্তারা আসার পর এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ততক্ষণ পর্যন্ততারা র‌্যাব হেফাজতে থাকবে। তিনি জানান, ২৯ আগস্ট ৭ ট্রাকের টিএসপি সারের নমুনা আসে আমাদের কাছে।

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টায় বগুড়া জেলা প্রশাসক মো: জিয়াউল হক জানান, চট্টগ্রাম থেকে গত ২৯ আগস্ট ভোরে বগুড়ায় বিসিআইসির টিএসপি বাফার গুদামে ৭টি ট্রাক প্রবেশ করে। টিএসপি সার আসছে তার নকল সার মিশ্রিত। বস্তা গুলোতে ৩২ থেকে ৪৬ শতাংশ নকল সার মিশ্রন ঘটানো হয়েছে।

জেলা প্রশাসন ঠিকাদারী প্রতিষ্ঠান এম আর এইচ কর্পোরেশনের মাধ্যমে বগুড়া আনার সময় পথিমধ্যে ট্রাক থামিয়ে সারের বস্তাগুলো পরিবর্তন করে তাতে ভেজাল সার তোলা হয়েছে।

গোপন সংবাদে এমন খবর জানার পর প্রশাসনের পক্ষ থেকে বগুড়ার বাফার গুদাম ইনচার্জকে সেটি জানিয়ে সারগুলো খালাস না করার নির্দেশ দেওয়া হয়। এরপর ৩০ আগষ্ট ভোরে ওই ৭টি ট্রাক থেকে সারের নমুনা নিয়ে পরীক্ষার জন্য তা রাজশাহীর মৃত্তিকা গবেষণা ইন্সটিটিউটে পাঠানো হয়। বৃহস্পতিবার জেলা প্রশাসকের কাছ সংবাদ আসে যে ৭ ট্রাক সার সবটাই নকল ।

বগুড়ায় টিএসপি সারে ভেজাল পাওয়ার ঘটনায় ১৩ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২)। বৃহস্পতিবার সন্ধ্যায় র‌্যাবের একটি দল শহরের তিন মাথা বাংলাদেশ ফার্টিলাইজার (বাফা) গুদাম থেকে তাদের আটক করে আনা হয়।

র‌্যাব -১২ স্পেশাল কোম্পানী কমান্ডার স্কোয়াড্রান লিডার লীডার মো: তৌহিদুল মবিন খান বলেন এ ব্যাপারে ঠিকাদারী প্রতিষ্ঠানও দায় এড়াতে পারবে না। তাদেরও আইনের আওতায় আনা হবে। এই ঘটনায় অনেককেই নজরদারীতে রাখা হয়েছে।

এনসিএন/বিআর

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print