ডিসেম্বর ১, ২০২৫ ১০:৪৩ পূর্বাহ্ণ

বগুড়ায় কারারক্ষীদের নিয়ে মাদক বিরোধী মতবিনিময় সভা

বগুড়ায় কারারক্ষীদের নিয়ে মাদক বিরোধী মতবিনিময় সভা
বগুড়ায় কারারক্ষীদের নিয়ে মাদক বিরোধী মতবিনিময় সভা। ছবি: এনসিএন

বগুড়ায় কারারক্ষীদের নিয়ে মাদক বিরোধী সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১টার দিকে জেলা কারাগারের অভ্যন্তরে এ মতবিনিময় সভার আয়োজন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সভায় জেলা সুপার মনির আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক মো: জিয়াউল হক।

প্রধান অতিথি জেলা প্রশাসক মো: জিয়াউল হক যারা মাদক সংক্রান্ত বিষয়ে কারাগারে আছেন, তারা কারাগার থেকে বেরিয়ে মাদকগ্রহণ ও বেচাকেনা থেকে বিরত থাকার আহŸান জানানা। এই সর্বনাশার পথ থেকে সরে এসে স্বাভাবিক জীবনে ফিরে আসতে বলেন।

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালাহউদ্দিন আহমেদ, বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক রাজিউর রহমান, জেলা সমাজসেবা অফিসার আবু সাঈদ মোঃ কাওছার রহমান উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় প্রায় ৯শ’ কারারক্ষী অংশগ্রহণ করেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print