সকাল থেকে প্রবল বর্ষন উপেক্ষা করে বগুড়ায় বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে বৃহস্পতিবার বেলা ১১ টায় ইন্সটিটিউট অব হেলথ টেকোনলজী আয়োজনে বিশ্ব ফিজিও থেরাপী দিবস পালিত হয়েছে।
‘অস্টিওআথ্রাইটিস চিকিৎসায় ফিজিওথেরাপী সবচেয়ে কার্যকর চিকিৎসা পদ্ধতি।’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে বগুড়ায় দিবসটি পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালী ও কেক কর্তন করা হয়। বগুড়া ইন্সটিটিউট অব হেলথ টেকোনলজীর শিক্ষার্থীরা এতে অংশ গ্রহন করেন।
এতে প্রধান অতিথি ছিলেন বগুড়া ইন্সটিটিউট অব হেলথ টেকোনলজীর অধ্যক্ষ ডা: আমায়তুল হাসিন। প্রতিষ্ঠানের শিক্ষক ডা: প্রীতিকনা।
এনসিএন/এ
