ডিসেম্বর ১, ২০২৫ ১০:৫৪ পূর্বাহ্ণ

বগুড়ায় অনিয়মের অভিযোগে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

বগুড়ায় অনিয়মের অভিযোগে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা
বগুড়ায় অনিয়মের অভিযোগে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা। ছবি: সংগৃহীত

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় অনিয়মের অভিযোগে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। রোববার (১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় তাদের ৪৩ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়েছে।

জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হলো, আধুনিক ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার, হাজেরা ক্লিনিক এন্ড মীম ডায়াগনস্টিক সেন্টার, থানা বাস্ট্যান্ড এলাকার মেডিকিউর হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে নগদ অর্থদন্ড দেয়া হয়েছে।

এদিন ভ্রাম্যমান আদালতটি পরিচালনা করেন দুপচাঁচিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপম দাস।

জানা যায়, জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলোতে সার্বক্ষনিক মেডিকেল অফিসার, প্রশিক্ষিত ডাক্তার, সেবিকা (নার্স) না থাকা এবং অপরিচ্ছন্ন পরিবেশ থাকার কারণে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে এ জরিমানা করা হয়। একই সাথে আগামী ১৫দিনের মধ্যে এ ত্রুটিপূর্ণ বিষয়গুলো সমাধান করার নির্দেশ প্রদান করা হয়। অন্যথায় এসব প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কলসালটেন্ট ডাঃ মোমিনুল হক, আবাসিক মেডিকেল অফিসার সাঈদ মো. আব্দুল্লাহ, ডাঃ আতিকুজ্জামান সৈকতসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print