ডিসেম্বর ১, ২০২৫ ১০:৫৪ পূর্বাহ্ণ

বগুড়া সদর ফাঁড়ীর অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১

বগুড়া সদর ফাঁড়ীর অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১।
বগুড়া সদর ফাঁড়ীর অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১। ছবিঃ এনসিএন

বগুড়া সদর পুলিশ ফাঁড়ীর মাদক বিরোধী অভিযানে ১শত ১০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার বেলা ১২ টার দিকে শহরের দত্তবাড়ী এলাকায় অভিযান চালিয়ে শ্রী আশীষ কুমার দাস (৩০) নামের এক ব্যবসায়ী কে ১১০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করে সদর পুলিশ ফাঁড়ীর একটি দল।

গ্রেফতারকৃত হলেন, নাটোর জেলার সিংড়া উপজেলার চৌগ্রাম তেলীপাড়া এলাকার শ্রী দিলীপ কুমার দাসের ছেলে।

বগুড়া সদর পুলিশ ফাঁড়ী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে তল্লাশি চালিয়ে তার কাছে ১১০ পিচ ইয়াবা সহ গ্রেফতার করা হয়।

অভিযানে সদর পুলিশ ফাঁড়ীর পুলিশ পরিদর্শক শাহিনুজ্জামান, এএসআই কবির উদ্দিন, এএসআই মামুন, এএসআই আহসান ও টিএসআই সালাম পরিচালনা করেন

এ বিষয়ে সদর পুলিশ ফাঁড়ীর পুলিশ পরিদর্শক শাহিনুজ্জামান জানান, আসামী মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সদর থানায় মামলা রুজু করে আদালতে পাঠানো হবে।

এনসিএন/বিআর

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print