বগুড়ায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের মাদক বিরোধী অভিযানে সাড়ে ৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে এপিবিএন বগুড়ার একটি আভিযানিক দল।
গ্রেফতারকৃতরা হলেন, দিনাজপুরের বোচাগঞ্জ থানার মতিজাপুর এলাকার মৃত আনারুল হকের ছেলে মোঃ রায়হান আলী (৩৫) এবং একই এলাকার মোঃ রফিকুল ইসলামের ছেলে মোঃ তরিকুল ইসলাম (৩২)।
জানা গেছে, সোমবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া সদর উপজেলার ছিলিমপুর এলাকায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে সাড়ে ৪ কেজি গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এনসিএন/বিআর
