ডিসেম্বর ১, ২০২৫ ১০:৫৪ পূর্বাহ্ণ

বগুড়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন বাড়ী ঘর পুড়ে ছাই, লাখ টাকার ক্ষয়ক্ষতি 

বগুড়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন বাড়ী ঘর পুড়ে ছাই, ১ লাখ টাকার ক্ষয়ক্ষতি। 
বগুড়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন বাড়ী ঘর পুড়ে ছাই, ১ লাখ টাকার ক্ষয়ক্ষতি। ছবিঃ এনসিএন

বগুড়া পৌরসভা এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে একটি বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। স্থানীয় এলাকাবাসী ঘণ্টা ব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় বাড়ির কিছু অক্ষত অবস্থায় ছিল না। সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় পরিবারটির ১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে জানা যায়।

সোমবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে বগুড়া পৌরসভা নারুলী ইছাদহ এলাকার আমির হোসেন মোল্লা (৬২) এর বাড়িতে এঘটনা ঘটে। পরে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে স্থানীয় লোকজনের সহযোগীতায়।

আগুন লাগার এ ঘটনার পরপরই বগুড়া ফায়ার সার্ভিস কে জানানো হয়। কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসার পরে তারা আসেন। এসে ঘটনাস্থল পরিদর্শন করে ফিরে চলে যান।

স্থানীরা জানান, আমির হোসেন একজন গরীব অসহায় ব্যক্তি। তিনি দিন মজুরি কাজ করে স্ত্রী-সন্তান নিয়ে কোন হালে সংসার চালাতেন। এই অবস্থায় তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। 

এলাকাবাসী আরও জানান, এই মূহুর্তে অসহায় এই আমির হোসেনের পাশে জেলা প্রশাসক মহোদয় এবং স্থানীয় কাউন্সিলর না দাড়ালে তার মাথা গোঁজার ঠাঁই হবে না। এলাকাবাসী অসহায় আমির হোসেন মোল্লার পাশে দাড়ানোর অনুরোধ জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।

বগুড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ইনচার্জ আব্দুল হালিম বলেন, খবর পেয়ে আমাদের স্ট্যাশন থেকে একটি ইউনিট গিয়ে দেখা যায় স্থায়ীদের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছি মূলত বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে।

এনসিএন/বিআর

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print