বগুড়া পৌর পূজা উদযাপন কমিটির উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (১ অক্টোবর) বিকেলে বগুড়া শহরের কৈপাড়া রাধা গোবিন্দ মন্দিরে পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি পরিমল প্রসাদ রাজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বস্ত্র বিতরণ করেন বগুড়া সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার (ইউএনও) সমর কুমার পাল।
এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়াবিদ গোপাল তেওয়ারী, পৌর পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি শ্যামল দাস, কৈপাড়া মন্দিরের সভাপতি প্রভাত চন্দ্র দাস, সাধারণ প্রদীপ চন্দ্র সরকার, সুবেদ কুমার দাস প্রমুখ।