ডিসেম্বর ১, ২০২৫ ১:৫৫ অপরাহ্ণ

আওয়ামীলীগ নেতা বারী গ্রেপ্তার

নওগাঁর রাণীনগরে উপজেলা আওয়ামীলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তার ওই নেতার নাম আব্দুল বারী মোল্লা (৬৮)। তিনি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এবং দাউদপুর গ্রামের মৃত মকিম মোল্লার ছেলে।

উপজেলা বিএনপির অফিসে অগ্নিসংযোগ ও বিস্ফোরক আইনে করা মামলার তদন্তপ্রাপ্ত আসামি আওয়ামীলীগের এই নেতা।

সোমবার ৩০ ডিসেম্বর দুপুরের দিকে তাকে আদালতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাণীনগর থানার ওসি মো. তারিকুল ইসলাম।

এর আগে রোববার ২৯ ডিসেম্বর দিবাগত রাতে উপজেলা সদরের দাউদপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে রাণীনগর থানা পুলিশ।

থানার ওসি মো. তারিকুল ইসলাম বলেন, উপজেলা বিএনপির পার্টি অফিসে অগ্নিসংযোগ-বিস্ফোরক মামলায় আব্দুল বারী মোল্লা তদন্তপ্রাপ্ত আসামি। রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেছে। সোমবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ আগষ্ট রাণীনগর উপজেলা বিএনপির পার্টি অফিসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ২৬ আগষ্ট এক বিএনপি নেতা বাদী হয়ে এজাহার নামীয় ৫৬ জন ও ৫০ থেকে ৬০ জন অজ্ঞাতনামা আসামি করে রাণীনগর থানায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print