বগুড়ার আদমদীঘিতে বাড়ি ফেরার পথে চলন্ত ট্রেনের ধাক্কায় দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার রাতে উপজেলার ছাতিয়ানগ্রাম রেলগেট এলাকায় চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল নিয়ে পার হতে গিয়ে দুই বন্ধুর মৃত্যু হয়।
এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। আহত আকাশ (২০) বগুড়া শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতরা হলেন- উপজেলার সান্তাহার ইউপির বামনীগ্রামের নয়নের ছেলে তৌফিক (১৯) একই গ্রামের হেলাল সাখিদারের ছেলে মারুফ (২০)। এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। ঘোরাঘুরি শেষ করে তিলকপুর থেকে নিজ গ্রাম উৎরাইল বামনীগ্রামে ফিরছিলেন। এসময় উপজেলার ছাতিয়ানগ্রাম রেলগেট এলাকায় বেখেয়ালি ভাবে পার হতে গিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুই বন্ধুর মৃত্যু হয়। সেইসঙ্গে আকাশ নামের আরেক বন্ধু গুরুতর আহত হন। স্থানীয়রা আহত আকাশকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।
সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় আকাশকে বগুড়া শজিমেক হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়। এ ঘটনায় ইউডি মামলা দায়ের করা হয়। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিটক দুই মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।