জুলাই ২৪, ২০২৫ ১২:১১ এএম

আদমদীঘিতে বাড়িতে ঢুকে চা দোকানীকে মারধর

আদমদিঘী থানা।
আদমদিঘী থানা।

বগুড়ার আদমদীঘিতে জমি সংক্রান্ত বিষয়ে বাড়িতে ঢুকে শফিউল আলম মানিক (৩৫) নামের এক চা দোকানীকে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

শফিউল আলম মানিক উপজেলার সান্দিড়া দীঘিরপাড় গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে।

গতকাল সোমবার সকালে ওই গ্রামে ঘটনাটি ঘটে। এ ব্যাপারে আইনি সহায়তার জন্য থানায় ভুক্তভোগী নিজেই বাদী হয়ে জিদানসহ ৩ জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার সকালে উপজেলার সান্দিড়া দীঘিরপাড় এলাকায় শফিউল আলম মানিকের বাড়ির সামনে তার ভাই আলাউল সাগর ও জয়নাল আবেদিন বুলেটের জমি সংক্রান্ত বিষয় নিয়ে তাদের মধ্যে কাথা কাটাকাটি ও গালিগালাজ করছিলো। এসময় তাদের নিষেধ করলে শফিউল আলম মানিকে লোহার রড দিয়ে এলোপাতাড়িভাবে মারধর করে। এতে গুরুতর আহত হন তিনি৷ পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী শফিউল আলম মানিক বাদী হয়ে থানায় জিদানসহ ৩ জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আদমদীঘি থানার উপ পরিদর্শক তরিকুল ইসলাম জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত চলমান রয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print