ডিসেম্বর ১, ২০২৫ ৭:৩৬ পূর্বাহ্ণ

আদমদীঘিতে বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠান পরিদর্শনে উপ-পরিচালক 

বগুড়ার আদমদীঘি উপজেলার বিভিন্ন দপ্তর, প্রতিষ্ঠান ও প্রকল্প পরিদর্শন করেন স্থানীয় সরকারের জেলার উপ পরিচালক মাসুম আলী বেগ।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ পরিদর্শনে এসে উপকারভোগীদের মাঝে হুইল চেয়ার, বাইসাইকেল, ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করেন।

এরপর নশরতপুর ইউনিয়ন পরিষদ ও ইউডিসি এবং উন্নয়ন প্রকল্প পরিদর্শন, সদর ইউনিয়ন পরিষদ পরিদর্শন, সান্তাহার পৌর শহরের বিপি স্কুল থেকে সান্তাহার-বগুড়া মেইন রোড পর্যন্ত আরসিসি ড্রেন নির্মাণ কাজের প্রকল্প উদ্বোধন করেন তিনি।

বিকেলে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন সান্তাহার রক্তদহ বিলের পরিছন্নতা বিষয়ে মতবিনিময় সভা ও আনসার ভিডিপি ট্রেনিং এর সার্টিফিকেট বিতরণ করেন স্থানীয় সরকারের বগুড়া জেলার উপ পরিচালক মাসুম আলী বেগ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা জাহিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, নাজিম উদ্দীন প্রমূখ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print