আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে যানজট নিরসনে শিবগঞ্জ, মহাস্থান ও মোকামতলায় ফোর লেন প্রকল্প পরিদর্শন করেন বগুড়া জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক, পুলিশ সুদীপ কুমার চক্রবর্ত্তী। এ সময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী এবং প্রকল্প ব্যবস্থাপক -৫ এর কর্মকর্তা মোঃ আহসান হাবীব।
প্রকল্প ব্যবস্থাপক বলেন, তারা ২৮ এপ্রিলের মধ্যে মহাস্থান আন্ডরপাস খুলে দেয়ার জন্য দিনরাত কাজ করা হচ্ছেন। যাতে এই স্থানে ঈদে ঘরে ফেরা মানুষকে বিড়ম্বনায় পড়তে না হয়। জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী জানান, “যে সব স্থানে যানজট হতে পারে সেই সব স্থানে রাস্তার পাশ থেকে বাজার দোকানপাট সরিয়ে নেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।“
