বগুড়ার কেন্দ্রীয় ঈদগাহে হামলার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) সুদীপ কুমার চক্রবর্তী। সোমবার (২ মে) দুপুর ১২টায় সূত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
সুদীপ কুমার চক্রবর্তী বলেন, কেন্দ্রীয় ঈদগাহে যে ঈদ জামাত অনুষ্ঠিত হবে তা যেন নিরাপদে, নির্বিঘ্নে পালিত হয় সেজন্য আমরা যথেষ্ট পরিকল্পনা হাতে নিয়েছি। এখানে যারা নামাজ আদায় করতে আসবেন তাদের নিরাপত্তার জন্য বিশেষ প্রযুক্তির গেইট ও সাদা পোশাকের দল মোতায়েন থাকবে। প্রয়োজনে মুসল্লিদের তল্লাশিও করা হবে।
বগুড়া জেলার যেসব এলাকায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে সেখানেও নিরাপত্তার ব্যবস্থা থাকবে জানিয়ে পুলিশ সুপার বলেন, জেলার প্রতিটি ঈদগাহে স্থানীয় থানা পুলিশের কড়া নজরদারি থাকবে। পাশাপাশি মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিতের কথাও বলা আছে।
আরও পড়ুন: বগুড়ার কোথায় কখন ঈদ জামাত
জানা গেছে, সূত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। এসময় ধর্মপ্রাণ মুসলমানেরা জায়নামাজ ও ছাতা ছাড়া অন্যকিছু বহন করতে পারবে না বলেও জানা গিয়েছে।
এসময় উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরী বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) শরাফত ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক টি জামান নিকেতা, পৌর এলাকার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর আলহজ শেখসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সংস্থাগুলো।
এনসিএন/এআইএ
