বগুড়ার শিবগঞ্জের মহাস্থানে একটি জর্দার কারখানায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ২ জনকে ১লক্ষ টাকা জরিমানা করেছে।
জানা গেছে, মহাস্থান বিশ্বরোডের পূর্ব পার্শ্ব তাদের কারখানা দিয়ে নিজ বাসভবনে সু-কৌশলে জদ্দার কারখানায় বিভিন্ন নাম দিয়ে বিভিন্ন প্রকার জর্দা তৈরি করে আসছে।
এরই কারণে মঙ্গলবার বগুড়ার শিবগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুরসুম সম্পার নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে জর্দা কারখানার মালিক মোহাম্মাদ আলী পরান ও তার ভাই সওকতকে ৫০ হাজার করে দুই জনকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী (ভূমি) কর্মকর্তা আজাহার আলী। উল্লেখ্য যে, তারা বিভিন্ন দপ্তরে ঘুস বিনিময়ের মাধ্যমে মোহাম্মাদ আলী পরাণ ও তার ভাই সওকত কারখানায় দীর্ঘ দিন ধরে বিভিন্ন ব্যান্ডের জর্দার রাজস্ব ফাঁকি দিয়ে প্রশাসনের নাকের ডগায় মরণনেশা বিভিন্ন প্রকার জর্দা তৈরি করে আসছে। শুধুমাত্র বুলবুল জর্দার যৎ সামান্য কাগজ থাকলেও অন্যান্য নামের জর্দার কোন অনুমোদিত কাগজ পত্র নেই।
এলাকার রাঘব বোয়ালদেরকে ম্যানেজ করে এ অবৈধ ব্যবসা দীর্ঘদিন ধরে চালিয়ে আসছে। এব্যাপারে কারখানার ম্যানেজার মাসুদ জানান, “এটা ব্যাপার নয়, মাঝে মধ্যেই ভ্রাম্যমান আদালত জরিমানা করেই। গ্রামের লোকজন বার বার অভিযোগ দিলেও তার এ কারখানা বন্ধ হয়নি।”
কারখানাটি দ্রুত বন্ধ করে আবাসিক এলাকার পরিবেশ ও মানুষের বিভিন্ন প্রকার রোগ বালাই রোধ করা দরকার বলে অভিজ্ঞ মহল মনে করেন।
