বগুড়ার শাজাহানপুরে উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল হাকিমের বসতবাড়িতে হামলা ভাংচুরের ঘটনা ঘটেছে।
মূলত ওয়ার্ড সম্মেলন না করে ইউনিয়ন বিএনপির সম্মেলনের তারিখ ঘোষণা করায় পকেট কমিটি গঠনের চেষ্টার অভিযোগে এই হামলার ঘটনা ঘটেছে বলে বিএনপির স্থানীয় সূত্রে জানা গেছে।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের বামুনীয়া মন্ডলপাড়া গ্রামে এই হামলার ঘটনা ঘটে।

আড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মোহসিন আলী জানান, উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আব্দুল হাকিম ইউনিয়ন ও উপজেলা বিএনপির পকেট কমিটি গঠনের ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় আড়িয়া ইউনিয়নেও বার বার পকেট কমিটি গঠনের চেষ্টা করতে গিয়ে তৃণমূল নেতাকর্মীদের তোপের মুখে পড়ছেন।
তিনি আরও বলেন, ছয় মাস আগেও একবার এই ইউনিয়নের ওয়ার্ড কমিটি করতে গিয়ে নেতাকর্মীদের তোপের মুখে ফিরে গেছেন। এতোদিন চুপচাপ ছিলেন। এমতাবস্থায় ওয়ার্ড কমিটি গঠন না করেই হঠাৎ করে আগামী শনিবার আড়িয়া ইউনিয়ন সম্মেলনের তারিখ ঘোষনা করা হয়। এই খবর জানাজানি হওয়া মাত্র ওয়ার্ড বিএনপির তৃণমূল নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে উঠেন।
মোহসিন আলী জানিয়েছেন, একপর্যায়ে তারা নয়মাইল এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন এবং মিছিল নিয়ে উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল হাকিমের বাড়িতে গিয়ে প্রতিবাদ বিক্ষোভ করেন।
তিনি আরো জানান, বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী কমিটি গঠন না করে পকেট কমিটি করার চেষ্টা করা হলে তৃণমূল নেতাকর্মীরা তা মেনে নেবে না। প্রয়োজনে কঠোর কর্মসূচি ঘোষনা করা হবে।
উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল হাকিম বলেন, সম্মেলন নিয়ে কোন কথা বলা হয়নি। মিছিলে আমাকে নিয়ে আপত্তিকর শ্লোগান ও প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে। উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবুল বাশার ও তার লোকজন আমাকে হত্যার উদ্যেশ্যে বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করেছে। মসজিদে মাগরিবের নামাজ শেষ করে বাড়িতে ঢোকার পর তারা অতর্কিত ভাবে হামলা চালায়। এর আগেও আমার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করা হয়েছিল। এঘটনায় আইনের আশ্রয় নেয়ার প্রস্তুতি চলছে।
বিষয়টি নিয়ে উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবুল বাশার জানান, তিনি উপজেলা বিএনপির সম্মেলনে সভাপতি প্রার্থী। তিনি যাতে সভাপতি হতে না পারেন সেজন্য মিথ্যা মামলা দিয়ে তাকে হাজতে ঢোকানোর অপচেষ্টা চালানো হচ্ছে। তবে ওয়ার্ড কমিটি না করে আড়িয়া ইউনিয়ন বিএনপির সম্মেলনের তারিখ ঘোষণা করায় পকেট কমিটি গঠনের চেষ্টার অভিযোগে স্থানীয় তৃণমূল নেতাকর্মীরা ক্ষুব্দ হয়ে আব্দুল হাকিমের বিরুদ্ধে বিক্ষোভ করেছে বলে তিনি জানতে পেরেছেন।
