ডিসেম্বর ১, ২০২৫ ১২:৪৫ অপরাহ্ণ

কালীগঞ্জ তারুণ্যের উৎসব উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ফেব্রুয়ারি ) সকাল ১১টায় কালীগঞ্জ উপজেলার পরিষদ হল চত্বরে এই সভার আয়োজন করা হয়। সভার সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুকান্ত সরকার

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার টুম্পা বক্তব্য রাখেন।

সভায় আরও অংশগ্রহণ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কালীগঞ্জ উপজেলার ছাত্র সমন্বয়ক আইমান সাদিক রুপম ও আলমগীর হোসেন।

আলোচনায় বক্তারা তারুণ্যের উদ্যম, সমাজ গঠনে তরুণদের ভূমিকা এবং বৈষম্যবিরোধী আন্দোলনের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তরুণদের সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে সচেতন হতে উৎসাহিত করেন এবং ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে তাদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

উৎসবের মূল উদ্দেশ্য ছিল তরুণ প্রজন্মকে সঠিক দিকনির্দেশনা দেওয়া এবং সামাজিক উন্নয়নে তাদের ভূমিকা আরও সুদৃঢ় করা। প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত এই সভা তরুণদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলতে সক্ষম হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print