ডিসেম্বর ১, ২০২৫ ১১:৫৮ পূর্বাহ্ণ

কালীগঞ্জে একুশের প্রথম প্রহরে ফুলে ফুলে ছেয়ে গেল স্মৃতির মিনার

অমর ২১ শে ফেব্রুয়ারি আজ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মায়ের ভাষার দাবিতে বাঙালির আত্মত্যাগের মহিমায় ভাস্বর এক দিন। বাঙালির আত্মগৌরবের স্মারক অমর একুশের গৌরবময় এদিনে জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে মহান ভাষা শহিদদের, যাদের আত্মত্যাগে আমরা পেয়েছিলাম মায়ের ভাষায় কথা বলার অধিকার। যাদের ত্যাগে বাংলা বিশ্ব আসনে পেয়েছে গৌরবের উচ্চাসন। একুশের প্রথম প্রহর থেকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হচ্ছে মহান ভাষা শহিদদের।

এ উপলক্ষে প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। প্রথম প্রহরে তুষভান্ডার শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার টুম্পা ঘড়ির কাঁটায় রাত ১২টা ১ মিনিটে প্রথমে প্রথমে উপজেলা প্রশাসন পুষ্পস্তবক অর্পণ করেন।

এর পরপরই উপজেলা প্রশাসন, উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, প্রেস ক্লাব, সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রমুখ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print