ডিসেম্বর ১, ২০২৫ ৬:৩৫ পূর্বাহ্ণ

কালীগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা ও চেক বিতরণ

“প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় লালমনিরহাটে কালীগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস- ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, যুব ঋণেরে চেক ও প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার (১২ই আগষ্ট) সকাল ১১টায় উপজেলা চত্বরে যুব র‍্যালি পরবর্তী উপজেলা পরিষদের কৃষ্ণচূড়া কক্ষে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শিহাব উদ্দিন (অতিরিক্ত দায়িত্ব) সভাপতিত্বে আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় যুব দিবসের কার্যক্রম শুরু হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার,জাকিয়া সুলতানা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা, সাইয়েদুল মোফাচ্ছালিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবিদা সুলতানা, কালীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোখলেছুর রহমান টুকু ও সহ সভাপতি হাসান আব্দুল মালেক কালবেলার প্রতিনিধি নুরুল ফেরদৌস

সফল উদ্যোক্তা রুবে জান্নাত সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

এবার উপজেলাতে ৬ জন প্রশিক্ষণপ্রাপ্ত যুবক পুরুষ ও মহিলাদের ৩ লক্ষ ৬০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে। আলোচনা সভায় বক্তারা যুব ঋণের এই টাকা কাজে লাগিয়ে আত্মকর্ম সংস্থান সৃষ্টির আহ্বান জানান।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print