বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসানের নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন কাহালু উপজেলা ছাত্রদল ৷
সোমবার বিকেল ৫ ঘটিকায় কাহালু উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল শেষে পুনোরায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এসে এক সমাবেশ করেন।
উক্ত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা বিএনপির সভাপতি ফরিদুর রহমান ফরিদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন, কাহালু পৌর বিএনপির সভাপতি আনিছুর রহমান, সাধারণ সম্পাদক হাফিজার রহমান বাবু, সেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সহ বিভিন্ন অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এনসিএন/বিআর
